পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
২৬ অক্টোবর ২০২১ ১২:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৩:১৩
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাত্রা করে তারা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএনপির শুধু সমাবেশ করার কথা ছিল। কিন্তু তারা সমাবেশ শেষে মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে তারা হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মী আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক এবং আহতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি বিএনপি। দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাবাংলাকে বলেন, ‘এখনো গ্রেফতার চলছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের আটক করছে পুলিশ। আহত এবং আটক নেতাকর্মীর প্রকৃত সংখ্যা আমরা জানার চেষ্টা করছি। কমপ্লিট ফিগার সম্পর্কে নিশ্চিত হবার পর মিডিয়াকে জানিয়ে দেব।’
সারাবাংলা/এএম/এজেড/ইউজে