Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ০৯:৪৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১০:২০

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় হাজিরা দিতে আদালতে এসে পৌঁছেছেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় এই মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় আদালতে পৌঁছান পরীমনিসহ ৩ আসামি। আত্মসমর্পণের পর তারা আদালতে জামিনের আবেদন দাখিল করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এরপর আদালত মামলার চার্জশিট গ্রহণের জন্য এই তারিখ ধার্য করেন।

গত ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অপর দু’জন হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবীর হাওলাদার।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন পরীমনি কারামুক্ত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

সারাবাংলা/এআই/এমও

চিত্রনায়িকা পরীমনি পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর