Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ২৩:১৪

ঢাকা: রাজধানীর বংশালের সিক্কাটুলি এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিক্কাটুলি বায়তুল আমান জামে মসজিদের সামনের ড্রেনে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে বংশাল থানা পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাতুব্বর বলেন, ‘রাতে সিক্কাটুলি এলাকায় ডিউটিতে ছিলাম। এমন সময় খবর পাই বায়তুল আমান মসজিদের সামনে একটি মোটর গ্যারেজের সামনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে মোটর গ্যারেজের সামনে এক পা ড্রেনে পড়া অবস্থায় ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করি। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।’

বিজ্ঞাপন

এসআই জানান, এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর চিহ্ন আছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় ও ঘটনা জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল কালো প্রিন্টের শার্ট ও নীল জিন্স প্যান্ট।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর