Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম জোরদারের তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ২২:১৯

ঢাকা: দেশের জেলা ও উপজেলাগুলোতে পোস্ট পেইড বিদ্যুৎ মিটারগুলোকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদারের তাগিদে দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করে বিদ্যুৎ সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে কমিটি।

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করে। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যুতের অপচয় রোধে গৃহীত ব্যবস্থা এবং সারাদেশে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা দূরীকরণে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

স্মার্ট প্রি-পেইড মিটার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর