Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ইউপি নির্বাচন কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ২১:৪৫

নরসিংদী: রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলীর ছেলে জাকির হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহতের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন- রায়পুরা বাঁশগাড়ি গ্রামের সেলিম মেম্বার (৩২), আবু সাঈদ (৩৩), আমজাদ হোসেন (২২), মুসা (৩২), বিল্লাল হোসেন (১৭) রফিকুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৪), ইমদাদ হোসেন (২৫), আজিজুল ইসলাম (১৬) দেলুয়ার হোসেন (২৪)। এ ঘটনায় গুরুতর আবু সাঈদ ও আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার বিকেলে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় ২০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ ইউপি নির্বাচন গুলিবিদ্ধ সংঘর্ষ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর