Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ হয়ে হাসপাতালে জাপা নেতা রুহুল আমিন হাওলাদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ২০:৩৪

এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফাইল ছবি

ঢাকা: সাবেকমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে যাওয়ার সময় গাড়িতে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাইসার নসরুল্লাহ খানের তত্ত্বাবধানে আছেন।

এদিকে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অসুস্থ রুহুল আমিন হাওলাদারকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। এ সময় তিনি শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুইয়া, এমএ কুদ্দুছ খান, ইয়াহইয়া চৌধুরী, বেলাল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী হাওলাদারকে দেখতে হাসপাতালে যান।

রুহুল আমিন হাওলাদারের সহধর্মিণী রত্না আমিন হাওলাদার তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা রুহুল আমিন হাওলাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর