Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর সিনহা হত্যা মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৮:৪৭

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ পর্যায়ের সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে আট জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

এদিন প্রথমে ৩৬তম সাক্ষী হিসেবে সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর পর্যায়ক্রমে সাক্ষ্য দেন- কনস্টেবল পলাশ ভট্টাচার্য, আবু সালাম, হিরু মিয়া, উসলা মার্মা, নবী হোসন, আবুল কালাম ও শহীদ উদ্দীন। মামলায় এ পর্যন্ত ৪৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। কাল ৪৪তম সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন।

এর আগে, সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সারাবাংলা/পিটিএম

মেজর সিনহা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর