Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবির সঙ্গে চুক্তি করলো অকো-টেক্স

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৮:২৯

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র করপোরেট সংযোগ উপভোগ করতে চুক্তি সই করেছে অকো-টেক্স গ্রুপ। চুক্তির আওতায় অকো-টেক্স ম্যানেজমেন্ট রবি’র কাছ থেকে বিভিন্ন আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস), ভয়েস, ডাটা, বাল্ক এসএমএস এবং ফিল্ড ফোর্স ট্র্যাকিং সেবা গ্রহণ করবে।

সম্প্রতি ওই চুক্তি সই হয়েছে বলে সোমবার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে অকো-টেক্স।

বিজ্ঞাপন

সাভারে অবস্থিত অকো-টেক্স’র কারখানায় রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং অকো-টেক্স গ্রুপ’র ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী আবদুস সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এসময় রবি’র করপোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান, অকো-টেক্স গ্রুপের ডিরেক্টর সিএ কর্নেল (অব.) মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডিরেক্টর (টেকনিক্যাল) ইব্রাহিম মোল্লাসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

অকো-টেক্স রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর