Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হা‌ছিনা গাজীর উদ্যোগে স্যা‌নিটেশন মাস উপলক্ষে র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৭:৪২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৭:৪৩

নারায়ণগঞ্জ: ‘নিরাপদ স্যা‌নি‌টেশন নি‌শ্চিত ক‌রি, সুস্থ সবল বাংলা‌দেশ গ‌ড়ি’, এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে জাতীয় স্যা‌নি‌টেশন মাস উপল‌ক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি হ‌য়ে‌ছে।

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজীর উদ্যোগে সোমবার (২৫ অক্টোবর) দুপু‌রে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি তারা‌বো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক ঘুরে পুনরায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যাল‌য়ের সাম‌নে গি‌য়ে শেষ হয়।

তারা‌বো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হো‌সে‌নের নেতৃ‌ত্বে বের হওয়া র‍্যালিতে তারা‌বো পৌরসভার সংর‌ক্ষিত নারী কাউন্সিলর জোসনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এমও

মেয়র হাছিনা গাজী র‌্যালি হাছিনা গাজী

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর