Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটূক্তির মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ ৩ জনের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৭:২৩

ঢাকা: আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন ট্রাইব্যুনাল। এই চার্জগঠনের মধ্যে দিয়ে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেনের আদালত তিন আসামি উপস্থিততে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন- ইকবাল হোসেন ও শাহজাহান।

গত বছরের ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন। ওই বছরের ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ দুই জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তা’আলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে শব্দাবলীর সাহায্যে বাদীসহ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছেন।

সারাবাংলা/এআই/এমও

কটূক্তির মামলা বাউল শিল্পী বাউল শিল্পী রিতা দেওয়ান বিচার শুরু রিতা দেওয়ান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর