রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৩:০৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৫:০০
২৫ অক্টোবর ২০২১ ১৩:০৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৫:০০
ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৮ সালের রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। এদিন আদালত মামলাটির চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
সারাবাংলা/এআই/একে