Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাট অসুস্থ থাকায় আদালতে আনা হয়নি, শুনানি ১০ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১২:৩২

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সোমবার (২৫ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হয়নি। পরে আদালত আগামী ১০ জানুয়ারি সম্রাটের উপস্থিতিতে চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলাটি চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি মর্মে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ২২ সেপ্টেম্বর সম্রাটকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর কয়েকদফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/এআই/এএম

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর