Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিনের এসএমএস আসবে, ধৈর্য ধরুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ২০:৪৭

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেও এসএমএসের অপেক্ষায় আছেন প্রায় দেড় কোটির বেশি মানুষ। যারা এখনো নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়ার জন্য এসএমএস পাননি তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে ধৈর্য ধরার এ আহ্বান জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। এর মাঝে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ ভ্যাকসিন সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা ভ্যাকসিন গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা ভ্যাকসিন নেবেন। আর যাদের এখনও এসএমএস আসেনি, তাদের অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।’

স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে অধ্যাপক নাজমুল বলেন, ‘করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। পাশাপাশি আমরা যেন টিকাদান কেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা ভ্যাকসিন নিতে যান, আমরা যেন তাদের অসুবিধার কারণ না হই।’

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যযন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন আমরা হাতে না পাই, ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস সংক্রমণ কমলেও আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশে ভ্যাকসিন গ্রহণের জন্য এখন পর্যন্ত সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন। এর মাঝে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন চার কোটি দুই লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। দেশে রোববার (২৪ অক্টোবর) পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন দুই কোটি পাঁচ লাখ ৯৩ হাজার ৯১৪ জন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর