পলাশীতে সুপারি গাছ থেকে পড়ে রিকশা চালকের মৃত্যু
২৪ অক্টোবর ২০২১ ১৮:৫৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৯:০৬
ঢাকা: রাজধানীর পলাশীতে সুপারি গাছ থেকে পড়ে অহিদুল ইসলাম (৩২) নামের এক রিকশা চালক মারা গেছেন।
রোববার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।
রিকশা চালককে হাসপাতালে নিয়ে যাওয়া পলাশী কোয়ার্টারের বাসিন্দা আব্দুল হানিফ জানান, বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে পলাশী কোয়ার্টারের সামনে রিকশা রেখে সুপারি পারতে গাছে ওঠেন ওই ব্যক্তি। সেখান থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
মৃত অহিদুলের স্ত্রী মাকসুদা আক্তার জানায়, তার স্বামী অহিদুল রিকশা চালান হাসপাতালে এসে জানতে পেরেছি সে পলাশীতে সুপারি গাছে উঠেছিল সুপারি পাড়তে। পরে সেখান থেকে পড়ে গেলে এলাকার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের বাসা কামরাঙ্গীর চরের নিজামবাগ এলাকায়। দুই ছেলে, এক মেয়েকে নিয়ে অহিদুল সেখানেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও