২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ২৭৫
২৪ অক্টোবর ২০২১ ১৭:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৭:৫৪
ঢাকা: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন, সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মোট রোগী শনাক্তের হার কমেছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। এটি আগের দিন ছিল ১ দশমিক ৮৫ শতাংশ।
রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৫টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৮ হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৫০টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ৫৬ হাজার ১৭৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৭ লাখ ৬৫ হাজার ৯৭৪টি।
২৪ ঘণ্টায় সংক্রমণ, শনাক্তের হার কমেছে
আগের দিন দেশে ২৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৮৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ, যা আগের দিন ছিল ১৫ দশমিক ৩৬ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। শনাক্ত সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ, যা আগের দিন ছিল ৯৭ দশমিক ৬৭।
২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা একই
আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ৯ জন। গত ২৪ ঘণ্টায়ও মৃত্যুর সংখ্যা ৯ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৮২৩ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ৯ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮১৭ জন, নারী ১০ হাজার ৬ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০৪ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৬ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সী। দুই জন করে মারা গেছেন ৪১ থেকে ৫০ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী। এক জন করে মারা গেছেন ১১ থেকে ২০ বছর বয়সী এবং ৯১ থেকে থেকে ১০০ বছর বয়সী। এদের ৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশে করোনা রোগীদের মধ্যে ৬১ থেকে ৭০ বয়সী রোগী মারা গেছেন বেশি। যা মোট সংখ্যা ৮ হাজার ৬৪১ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বিভাগভিত্তিক মৃতদের তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। দুই জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। একজন মারা গেছেন সিলেট বিভাগে। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু নেই।
সারাবাংলা/এসএসএ