Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ১৩:৩১

সুনামগঞ্জ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার উদ্দেশ্য একটাই, জনগণের দৃষ্টি সমস্যা থেকে অন্যদিকে সরাতে চায় সরকার।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে পৌরশহরের ষোলঘরে একটি রেস্ট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগ করা উচিত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িকতা বন্ধ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, এমনকি খ্রিষ্টান সম্প্রদায়সহ সারাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই অবৈধ সরকার।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আবুল কালাম, মিজান চৌধুরী, নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও আনসার উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর