Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১১:৩৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১১:৩৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় শরিফুল ইসলাম শুভ (২৬) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সোনাডাঙ্গা উপজেলার বাদলগাছি গ্রামের মফিজুল ইসলামের ছেলে শুভ। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শেখদি ৪ নম্বর গলির মানিক মিয়ার বাড়িতে থাকত।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন শুভ।

শুভর বাবা মফিজুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ী ফলের আড়তে ব্যবসা করত শুভ। পাশাপাশি সেনেটারি মিস্ত্রির কাজও করতে। গত রাতে কখন বাসা থেকে বের হয়েছে জানি না। আনুমানিক রাত ৩টার দিকে খবর পাই যাত্রাবাড়ী শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে শুভ। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে শুভকে হাসপাতালে নেওয়া হয়।’

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, রাত ২টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়েছিল শুভ। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

তিনি জানান, শুভর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/একে

গাড়ির ধাক্কা ঢাকা মেডিকেল শনির আখড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর