Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুহিবুল্লাহ কিলিং মিশনের অন্যতম সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১০:৫৩

কক্সবাজার: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনের অন্যতম এক সদস্যকে আটক করেছে এপিবিএন। আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করা গেছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে এপিবিএন এসব তথ্য জানিয়েছে। দুপুর দেড়টার দিকে উখিয়ার এপিবিএন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ইস্ট-১ এর ডি-৮ ব্লকে নিজ অফিসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

বিজ্ঞাপন

তার স্বজনদের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নিজ দেশের নাগরিকদের সংগঠিত করায় এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার কারণেই তাকে খুন করেছে প্রত্যাবাসন বিরোধী রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর আগে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় ভয় ও চাপা ক্ষোভ বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে।

সারাবাংলা/এএম

মুহিবুল্লাহ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর