Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণ্ডপে হামলা: ছাত্র-যুব অধিকার পরিষদের ৭ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ২০:৪৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ২০:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পূজা মণ্ডপে হামলার ঘটনায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সংগঠনের গ্রেফতার সাত নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

সাত জন হলেন— মো. নাছির (২৫), মিজানুর রহমান (৩৭), মো. রাসেল (২৬), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন।

আরও পড়ুন- চট্টগ্রামে পূজামণ্ডপে হামলায় নুরের দলের নেতাসহ গ্রেফতার ৯

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে নুরের সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এদের মধ্যে ‘হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা’ নাছির যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এবং মিজানুর রহমান সদস্য সচিব। রাসেল ওই সংগঠনের বায়েজিদ বোস্তামি থানা শাখার আহ্বায়ক। এছাড়া ইমন ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রামের দায়িত্বশীল নেতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার ১০ জনের মধ্যে সাত জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। বাকি তিন জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। তবে ১০ জনকেই আদালতে হাজির করা হয়েছিল।’

আরও পড়ুন- হামলার পরিকল্পনা থেকে বাস্তবায়ন— পুরো ছক ‘নুরের দলের নেতাদের’

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেওয়া সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল সারাবাংলাকে বলেন, ‘শুনানি শেষে আদালত সাত জনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তিন কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

বিজ্ঞাপন

গত ১৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর জেএম সেন হলে পূজা মণ্ডপে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মিছিল নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উত্তেজিত করে মণ্ডপে হামলা সংগঠিত করে। এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/আরডি/টিআর

ছাত্র-যুব অধিকার পরিষদ জেএম সেন হলে হামলা নুরের সংগঠন