Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির হল খুলবে ৩১ অক্টোবর, ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়নি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৯:২৯

নোবিপ্রবি: প্রায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর থেকে খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলগুলো। তবে সশরীরে ক্লাস শুরুর তারিখ নির্ধারণে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন।

শুক্রবার (২২ অক্টোবর) প্রশাসনিক এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা করোনা প্রতিরোধে ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। হলে উঠতে আবাসিক শিক্ষার্থীদের দেখাতে হবে টিকা গ্রহণের কার্ড ও হলের পরিচয়পত্র।

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভ্যাকসিন দিতে পারবেন। নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এই কার্যক্রম পরিচালিত হবে।

সারাবাংলা/এমও

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর