শাহবাগ অবরোধ, সন্ধ্যায় হিন্দু পরিষদের মশাল মিছিল
ঢাবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৭:৩৪
২২ অক্টোবর ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৭:৩৪
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও এসব ঘটনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সন্ধ্যা ছয়টায় মশাল মিছিলের মাধ্যমে অবরোধ কর্মসূচি শেষ হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
সারাবাংলা/আরআইআর/এএম