Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৬:৩৪

লালমনিরহাট: পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহাজাহান আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহাজাহান আলী। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন।

পুলিশ জানান, ওই এলাকায় সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সঙ্গে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইযুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে ওই সীমানায় সুপারি গাছের চারা রোপণ করেন শাহাজাহান আলী। এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আইয়ুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইয়ুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

লালমনিরহাট

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর