Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৬:০৬

পটুয়াখালী: দশমিনায় এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মন্টু শিকদার (৩০) ও তার সহযোগী শহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরহোসনাবাদ থেকে মন্টুকে ও হাসপাতাল চত্বর থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত মন্টু ও শহিদুলকে শুক্রবার (২২ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসাপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গতকাল বিকালে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে দশমিনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মন্টু শিকদারের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিলো। গতকাল সকালে মন্টু তার মায়ের অসুস্থতার কথা বলে ওই শিক্ষার্থীকে দশমিনা হাসপাতালের একটি কেবিনে নিয়ে ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর চিৎকারে নার্সরা এগিয়ে এলে মন্টু পালিয়ে যায়। মন্টুর কাজে সহযোগিতা করে হাসপাতালের ওয়ার্ড বয় শহিদুল।

সারাবাংলা/এমও

ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার শিক্ষার্থীকে ধর্ষণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর