Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ট্রেন লাইনচ্যুত, যানচলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৪:৫০

মালিবাগে ট্রেন লাইনচ্যুত

ঢাকা: রাজধানীর মালিবাগ এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে মালিবাগ রেলগেটসহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, লাইনচ্যুত ট্রেনটিতে সরিয়ে নিতে কাজ চলছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি মালিবাগ রেলগেট এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কমলাপুর থেকে ট্রেনচলাচলও বন্ধ রয়েছে।

মালিবাগ রেলগেট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, রেল ক্রসিংয়ের পাশেই ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় মগবাজার থেকে মহাখালীগামী সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে পুলিশ সদর দফতরের কনস্টেবল মাহফুজ সারাবাংলাকে বলেন, দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই সেটিকে সরিয়ে নিতে কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণের মধ্যে লাইন ঠিক হবে, সেটি এখনই বলা যাচ্ছে না।

সারাবাংলা/এসএসএ

ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর