‘প্রত্যাবাসনবিরোধীরা রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে থাকতে পারে’
২২ অক্টোবর ২০২১ ১৩:৪৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৩:৫০
সিলেট: রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় হামলায় ছয় জনের মৃত্যুর ঘটনায় প্রত্যাবাসনের বিরোধীদের জড়িত থাকার দিকে ইঙ্গিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিপক্ষে যারা তারা এই হামলা চালিয়ে থাকতে পারে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় জনসচেতনতামূলক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী।
এর আগে, শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের ব্লক এইচ ৫২-এর ক্যাম্প ১৮ এইচ ৫২ ব্লকে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদরাসায় হামলা চালায় রোহিঙ্গা দুর্বৃত্তরা। এই হামলায় ছয় জন নিহত হয়েছেন।
আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় হামলা, নিহত ৬
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু কিছু গোষ্ঠী আছে, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না। অনেকেই আছে— রোহিঙ্গা প্রত্যাবাসন হলে তাদের স্বার্থে আঘাত লাগে। এরকম যাদের স্বার্থে আঘাত লাগে, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই হয়তো এরকম ঘটনা ঘটাতে পারে।
মন্ত্রী বলেন, আমরা গতকালই (বৃহস্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্রের ব্যবসার অভিযোগ রয়েছে। এগুলো প্রতিরোধ করতে করণীয় নিয়ে আমরা আলোচনা করেছি। পরদিন ভোরেই রোহিঙ্গা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটলো। ঘটনাটি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ড. আবদুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে আমরা কঠোর অবস্থান নেব। প্রয়োজন হলে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর মতো সিদ্ধান্তও আসতে পারে।
হঠাৎ ভারত গেট খুলে দেওয়ায় উজানের ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় বন্যা কবলিত হয়ে পড়েছে লালমনিরহাটসহ আশপাশের এলাকা। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (ভারত) আগে থেকেই গেট খুলে দেওয়ার বিষয়টি জানিয়েছিল কি না, সেটি আমার জানা নেই। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক আছে। তিস্তাসহ একাধিক ইস্যু রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ওই মাদরাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। ছয় জন নিহত ছাড়াও কয়েকজন আহত হয়েছেন এ হামলায়। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
সারাবাংলা/টিআর
ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে হামলা