Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১৩:৩৭

ফেনী: ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক, সহযোগীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- পিকআপ চালক মো. সুজন (২৭), তার বাড়ি গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকায়। পিকআপটির দুই সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান এবং চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

বিজ্ঞাপন

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, দুর্ঘটনায় তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতদের লাশ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর