Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লোকাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১২:৫৯

ভৈরব: আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে ভৈরবে। ‘গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,সহকারী কমিশনার ( ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ ওসি মো. শাহিন, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও অন্যান্যরা।

সারাবাংলা/এসএসএ

জাতীয় নিরাপদ সড়ক দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর