Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকবালকে নিয়ে কুমিল্লার পথে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ১০:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১০:৩৩

মণ্ডপে কোরআন শরিফ রেখে আসা ইকবাল হোসেন

কুমিল্লা: কক্সবাজারে গ্রেফতার ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওয়ানা দিয়েছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে তারা রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। দুপুর নাগাদ ইকবালকে নিয়ে কুমিল্লা পৌছার কথা রয়েছে।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, কুমিল্লায় পৌঁছানর পর ইকবালকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সকাল থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকর্মীরা জড়ো হয়েছেন। তবে এ বিষয়ে কুমিল্লায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো সংবাদ সম্মেলন করা হবে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তরপাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার জন্য পুলিশ ইকবাল হোসেনকে শনাক্ত করে।

আরও পড়ুন-  ইকবালকে ধরতে ৩ ছাত্রলীগ নেতার সহায়তা
কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা সেই ‘ইকবাল’ কক্সবাজারে গ্রেফতার 

সারাবাংলা/এসএসএ

ইকবাল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর