Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলায় নুরের দলের নেতাসহ গ্রেফতার ৯

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২১ ০৯:৪২ | আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৩:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হামলায় নেতৃত্বদাতাও আছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে তাদের গ্রেফতারের তথ্য দিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেফতার নয়জনের মধ্যে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান এবং বায়েজিদ বোস্তামী থানার সভাপতি ডা. রাসেল আছেন বলে জানা গেছে।

ওসি নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘আমরা সর্বশেষ নয়জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে হামলার পরিকল্পনাকারী, নেতৃত্বদাতাও আছেন। এরা শিবিরের সাবেক নেতাকর্মী। এখন নতুন দলের সঙ্গে যুক্ত।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম পূজামণ্ডপে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর