Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকা বিস্ফোরণের পর বাস খাদে: হেলপার নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১৭:১২ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৭:২৭

সাতক্ষীরা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চাকা বিস্ফোরণের পর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা গেছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে মহাসড়কের শাঁকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রানা সরদার (৩০) শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আব্দুস সালাম সরদারের ছেলে। দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন— সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সরদারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮), রনিজৎ কর্মকার (৪০)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে শাঁকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়ে যায়। এতে মুহূর্তেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খাদের পানির মধ্যে বাস চাপা পড়ে হেলপার রানা নিহত হন এবং আহত হন বাসের কমপক্ষে ১০ যাত্রী।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, যাত্রীবোঝাই বাসের সামনের চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে হেলপার রানা ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দুর্ঘটনা ও এতে হেলপারের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দুর্ঘটনাস্থল দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/টিআর

চাকা বিস্ফোরণ বাস খাদে সড়ক দুর্ঘটনা হেলপার নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর