Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

সারাবাংলা ডেস্ক
২১ অক্টোবর ২০২১ ১৬:৩৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৬:৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। এ হিসাবে করোনায় মৃত্যু আগের দিনের তুলনায় বাড়লেও কমেছে সংক্রমণ। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে ৬ জন মারা গিয়েছিলেন। একই সময়ে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের শরীরে।

এদিকে, করোনা সংক্রমণের মতো নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে ১ দশমিক ৫১ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩২টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৫টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৫ হাজার ৬০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনের নমুনাসহ এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ৩০ হাজার ৬৫৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৭ লাখ ৪০ হাজার ৮৬৭টি।

২৪ ঘণ্টায় সংক্রমণ, শনাক্তের হার কমেছে

বিজ্ঞাপন

আগের দিন দেশে ৩৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমেছে হয়েছে ২৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৬৬ হাজার ৮৮ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৮০ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

সংক্রমণ কমলেও করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৪ জনে। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন। শনাক্ত সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু

আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৮০১ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮০৬ জন, নারী ৯ হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ৩ জন করে মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর ও ৪১ থেকে ৫০ বছর বয়সী। আর দুই জন করে মারা গেছেন ৫১ থেকে ৫০ বছর ও ৭১ থেকে ৮০ বছর বয়সী। এদিন ৪০ বছর বা তার কম বয়সী ও ৮০ বছরের বেশি বয়সী কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি। অন্যদিকে, এই ১০ জনের মধ্যে ৮ জন সরকারি ও দুই জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

রাজশাহী, সিলেট ও রংপুরে মৃত্যু নেই

বিভাগভিত্তিক মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে, ৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এক জন করে মারা গেছেন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর