Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় কালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১৪:৪৩

কুষ্টিয়া: কুমারখালী উপজেলার ছেউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর ৬টায় স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত তারিফ কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। লাশের পরনে থাকা প্যান্ট, বেল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে তাকে শনাক্ত করে তার মা।

বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে লালন শাহরে তিরোধান দিবসে মাজারে আসা সাধু-ভক্তদের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনতাই করছিলেন নিহত তারিফ। পরে সাধু পাগলেরা সবাই একত্রিত হয়ে তারিফের উপর আক্রমণ শুরু করলে নিহত তারিফ আত্মরক্ষার জন্য তার শরীরে থাকা গেঞ্জি খুলে কালী নদীতে ঝাপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরেও না পাওয়া গেলে পরের দিন সাধু পাগলেরা নিহত তারিফের বাড়িতে যায় এবং তার পরিবারের কাছে তারিফের গেঞ্জি দেখিয়ে ঘটনা জানায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দেখতে পায়। লাশ উদ্ধারের পর পরিচয় পাওয়া গেছে। লাশের পরনে থাকা প্যান্ট, বেল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে শনাক্ত করেছে তার মা। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

যুবকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর