Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে থাকা ছোট মেয়েকে হাজিরের নির্দেশনা চেয়ে বাবার রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১১:৫৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: জাপানে থাকা নিজের ছোট মেয়েকে আদালতে হাজির করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

ইমরান শরীফের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইমরান শরীফের ছোট মেয়ের অবস্থান এবং তাকে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এ রিট দায়ের করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ইমরান শরীফের ছোট মেয়ে কোথায় আছে, তা আমরা জানি না। রিটে আদালতে হাজিরের পাশাপাশি ছোট মেয়ের সঙ্গে তার বাবার দেখা করতে দেওয়ার আর্জি জানানো হয়েছে।

এর আগে বড় ও মেজ মেয়েকে হাইকোর্টে হাজির করানোর নির্দেশনা চেয়ে রিট করেন ইমরান শরীফের সাবেক স্ত্রী জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো। এর পরিপ্রেক্ষিতে দুই মেয়েকে নিয়ে আসা হয়। এখন ঢাকার গুলশানের একটি ভাড়া বাসায় দিন-রাত পর্যায়ক্রমে সন্তানদের দেখাশোনা করছেন তাদের বাবা-মা।

শিশুদের নিয়ে বাবা-মায়ের মধ্যে সমঝোতা না হওয়ায় আজকের (২১ অক্টোবর) দিন পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা দুই মেয়েকে নিয়ে গুলশানের ভাড়া করা বাসায় থাকার জন্য জাপানি মা নাকানো এরিকোকে অনুমতি দেন আদালত। এই সময়ে বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলা সন্তানদের সঙ্গে দেখা করতে ও অবস্থানের করার অনুমতি দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আজ বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ। আর শিশুদের মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এদিকে গত ২৯ সেপ্টেম্বর এই মামলা থেকে শিশুদের বাবার পক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ নিজেকে প্রত্যাহার করে নেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর এক শুনানিতে উভয়পক্ষ সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছিলেন আদালত। কিন্তু তারা সমাধানে পৌঁছাতে পারেনি। সমাঝোতা না হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর আরও সময় দেন আদালত।

পরে বুধবার (২৯ সেপ্টেম্বর) সমঝোতার জন্য দুপক্ষের আইনজীবীরা আবার বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপান থেকে আসা সেই দুই শিশুকে গুলশানের বাসায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মা-বাবার সঙ্গে থাকার অনুমতি দেন আদালত।

এই সময়ের মধ্যে উভয়পক্ষ সমঝোতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আদালত। আর এই সমঝোতা করতে দায়িত্ব দেওয়া হয় বাবার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদকে। আর রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে এ বিষয়ে বসবেন মায়ের পক্ষের আইনজীবী শিশির মনির।

তবে নির্ধারিত সময়ে দুপক্ষ আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেনি।

এর আগে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর থেকে গুলশানের একটি ভাড়া বাসায় থাকছে জাপান থেকে আসা ১০ ও ১১ বছর বয়সী দুই শিশু।

গত ৩১ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন। এ আদেশের অংশবিশেষ সংশোধন চেয়ে কয়েকটি বিষয়ে নির্দেশনা চেয়ে শিশুদের মা গত ৬ সেপ্টেম্বর আবেদন করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ৮ সেপ্টেম্বর একই বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দেন। এতে দুই মেয়ের সঙ্গে চার রাত থাকা ও তাদের নিয়ে বাসার বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ পান মা ও বাবা।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আজ (২১ অক্টোবর) আদেশের দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর