Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তায় প্রবল স্রো‌তে ভেঙে গে‌ছে সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২১ ২৩:৩৯

লালমনিরহাট: তিস্তায় পানির প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সংযোগ সড়কের পাকা রাস্তা ধসে গেছে। ফলে দুই জেলার সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুপাশে আটকা পড়েছে হাজার হাজার মানুষসহ যানবাহন।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলনবাজার এলাকার গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ সারাবাংলার কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দুপুর থেকে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে নদীর গতিপথ পরির্বতন হয়ে কাকিনার রুদ্রেশ্বর গ্রামে ঢুকে যায়। ফলে গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে চাপ পেয়ে তা ধসে যায়। এতে লালমনিরহাট জেলার সঙ্গে রংপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান সারাবাংলাকে বলেন, ‘কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম সারাবাংলাকে বলেন, ‘উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

এদিকে, রাত থেকে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। উদ্ধার কার্যক্রমে উপজেলা প্রসাশনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তা করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

তিস্তা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর