Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফের বাড়ছে করোনা সংক্রমণ, সচেতন থাকুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২১ ২১:২৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ ২১:২৯

ঢাকা: দেশে সাম্প্রতিক ফের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় যেন দেশে করোনার আরেকটি ঢেউ না আসে সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকও।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তারা।

বিজ্ঞাপন

এদিন প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘কয়েক দিন ধরে দেশে ফের সংক্রমণ বাড়ছে। দেশে করোনার আরেকটি ঢেউ আসুক এটা আমরা কেউ চাই না। এজন্য এখন থেকে সবার সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘আমরা দেখেছি যে, গত কয়েক দিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে, আমাদের সাবধান হওয়ার এটিই সময়। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

তিনি বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তারা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারাদেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে দায়িত্বে আসা বিষয়ের দিকে ইঙ্গিত করে অধ্যাপক খুরশিদ আলম বলেন, ‘আমি এখানে করার জন্য প্রস্তুত ছিলাম না, এবং ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন থেকে আপ্রাণ চেষ্টা করেছি দায়িত্ব পালন করার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে করোনার মধ্যেও সারা দেশ চষে বেড়িয়েছি। তখন সেখানে উপজেলা পর্যায়ে ইউএইচএফপিওদের কাজ দেখেছি। অবাক হয়েছি। মাঠ পর্যায়ে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। সভায় উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালের ব্যাবস্থাপনা পরিচালক এবাদুল করীম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ প্রমুখ। সভায় মূল প্রতিপাদ্য পাঠ করেন ইউএইচএফপিও’র আহ্বায়ক ডা. মোবারক হোসেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা সংক্রমণ।

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর