রাজধানীতে বাসচাপায় স্কুটিচালক নিহত
২০ অক্টোবর ২০২১ ১৯:৩৮
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হোটেল সুপার স্টারের সামনে যাত্রীবাহী বাসচাপায় কাজী সাইয়াদুর হোসেন (৪৩) নামে এক স্কুটি চালক মারা গেছে। বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কাজী সাইয়াদুর হোসেন। বাবার নাম কাজী জৈনদ্দিন। বর্তমানে পূর্ব নাখালাপাড়া এলাকায় থাকেন । গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, প্রত্যেক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, ঘটনার সময় স্কুটি চালিয়ে কারওয়ানবাজার থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি। তখন একই দিকে যাওয়া গুলিস্তান-আব্দুল্লাহপুর ৩ নম্বর বাসের নিচে চাপা পরে।
তিনি আরও বলেন, তিনি নিজেই স্কুটি চালিয়ে যাওয়ার সময় কাপছিলেন এবং একাই পড়ে গেছেন। পরে বাসের পেছনের চাকা স্কুটিচালকের উপর দিয়ে চালিয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার হেলপার পালিয়ে গেছেন। স্কুটি ও বাস থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাদতন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ