Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষীপূজা উপল‌ক্ষে বস্ত্র ও পাটমন্ত্রীর উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ২২:১৫

বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ করা হচ্ছে, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বী‌দের ধর্মীয় উৎসব লক্ষীপূজা উপল‌ক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পক্ষ থে‌কে উপহার সামগ্রী বিতরণ ক‌রা হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী এসব উপহার বিতরণ করেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপ‌জেলার ইছাপুরা এলাকায় ‌মোস্তফা ম‌ঞ্জি‌লে এসব উপহার বিতরণ ক‌রেন তি‌নি।

বিজ্ঞাপন

এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ম‌শিউর রহমান তা‌রেক, ইউনিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সংগ্রাম চন্দ্র রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, আওয়ামী লীগ নেতা নবী হো‌সেন, ম‌নির হো‌সেন, আব্দুস সালাম, আব্দুর রউফ ও মুরাদ হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, রূপগঞ্জ ইউনিয়ন যুবম‌হিলা লীগের সভাপ‌তি ‌জিন্নাত জাহান জিসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এনএস

উপহার সামগ্রী বিতরণ বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক লক্ষীপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর