Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের জন্য তথ্য দেওয়ার সময় শেষ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৮:৫৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৮:৫৮

ঢাকা: ঢাকা মহানগরীর স্কুলগুলোর শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের জন্য তথ্য দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। তবে সারাদেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের তথ্য ২৭ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে। প্রথম দফায় মহানগরের শিক্ষার্থীদের ১৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) স্কুলশিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে তথ্য চায়। তবে তথ্য নেওয়া শেষ হলেও শিক্ষার্থীরা কবে ভ্যাকসিন পাবে সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি মাউশি।

বিজ্ঞাপন

মাউশিতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আগে সব শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করবে। এরপর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হবে।

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘ভ্যাকসিনেশন কার্যক্রম শুরুর জন্য সবধরনের চেষ্টা করা হচ্ছে। তথ্য হালনাগাদের পরপরই শিক্ষার্থীরা ভ্যাকসিন পাবে।’

মাউশির পরিচালক (বিদ্যালয়) বেলাল হোসাইন বলেন, ‘ঢাকার তথ্য নেওয়া আমরা শেষ করছি। ২৭ সারিখে সারাদেশের তথ্য পাব। এটা ভ্যাকসিনেশন শুরুর প্রাথমিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের তথ্য প্রথমে আইসিটি বিভাগে জমা দেওয়া হবে। এরা সেসব তথ্য অ্যাপে সংযোজন করে পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এর পরের ধাপে আমরা ভ্যাকসিন দেব।’

সারাবাংলা/টিএস/পিটিএম

ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর