Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝিপাড়ায় আগুন-লুটপাটের ঘটনা অনুসন্ধানে মানবাধিকার কমিশনের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৮:২০

ঢাকা: রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়াসহ কয়েকটি স্থানে বাড়িঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনার তথ্য জানতে জাতীয় মানবাধিকার কমিশন তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিশনের একজন পরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) মানবাধিকার কমিশন এই তদন্ত কমিটি গঠন করেছে। কমিশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) কাজী আরফান আশিকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, বসতভিটায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।

আরও পড়ুন- সাম্প্রদায়িক সহিংসতা: এ পর্যন্ত ৭১ মামলায় আটক ৪৫০

মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) এবং জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলমকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব রাখা হয়েছে কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলামকে। রংপুরের জেলা প্রশাসকের মনোনীত উপযুক্ত একজন ব্যক্তিকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

মানবাধিকার কমিশনের চিঠিতে বলা হয়েছে, গঠিত এই কমিটি আগামী ২০ অক্টোবর বা কাছাকাছি সময়ে সরেজমিনে ঘটনার প্রকৃত চিত্র উদঘাটন ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, সে বিষয়েও অনুসন্ধান করবে।

আরও পড়ুন- হিন্দুদের সুরক্ষা ও সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

অনুসন্ধান শেষে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন

মানবাধিকার কমিশন বলছে, বিভিন্ন গণমাধ্যমে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ কয়েকটি স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশিত খবরে জানা যায়, রোববার রাত ১০টার দিকে এসব এলাকায় বসতভিটায় অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন অভিহিত করে মানবাধিকার কমিশন এর তদন্তের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন- ঘটনা পরিকল্পিত, হামলাকারীদের হাতে পেট্রোল ছিল: স্পিকার

জানা যায়, ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগ এনে রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের প্রায় ২০টি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। হামলাকারীরা লুট করে নিয়ে যায় গবাদিপশু ও নগদ টাকা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।

সোমবার রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ‘ঘটনাটি ধর্মীয় উগ্রবাদী কাজ। এ ধরনের কাজ যারা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।‘ সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ১২-১৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের ঘর-বাড়িতে যারা হামলা চালিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে তারা দুষ্কৃতিকারী। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে এবং আরও আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন- জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়া পীরগঞ্জের সেই কিশোর পরিতোষ সরকারকে পুলিশ গ্রেফতার করে বলে জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এর আগে, গত ১৩ অক্টোবর কুমিল্লায় কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে বেশকিছু মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার জের ধরে নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় মন্দির ও মণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সহিংস পরিস্থিতি মোকাবিলায় পুলিশের গুলিতে চাঁদপুরে চার জনের মৃত্যুর ঘটনাও ঘটে।

উদ্ভূত পরিস্থিতিতে এর পরের কয়েকদিনেও দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চলে। সবশেষ গতকাল রোববার (১৭ অক্টোবর) ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে রংপুরের একটি জেলেপল্লিতে অন্তত ২০টি ঘরে আগুন দেওয়া হয়।

চলমান এসব সহিংসতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের ঘর-বাড়িতে যারা হামলা চালিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা দুষ্কৃতিকারী। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে এবং আরও আটকের চেষ্টা চলছে।’ কুমিল্লা-চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান, মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ‘একটু সময়’ চেয়েছেন তিনি।

সারাবাংলা/ইউজে/টিআর

জাতীয় মানবাধিকার কমিশন তথ্যানুসন্ধান কমিটি পীরগঞ্জে আগুন মাঝিপাড়ায় আগুন