Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘটনা পরিকল্পিত, হামলাকারীদের হাতে পেট্রোল ছিল: স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৭:৫৭

রংপুর: পীরগঞ্জে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী।

গত শনিবার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা ও তাণ্ডবের পর মঙ্গলবার (১৯ অক্টোবর) বড় করিমপুর কসবা গ্রামের উত্তরপাড়ায় এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন স্পিকার। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কথা কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, ‘আমরা স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, হামলার সময় বহিরাগতদের অনেকের কাছে পেট্রোল ছিল। অবশ্যই এটি পরিকল্পিত ঘটনা। তা না হলে এ ধরনের ঘটনা ঘটার কথা নয়।’

স্পিকার আরও বলেন, ‘সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত অপরাধীদের শেকড় বের করা সম্ভব হবে।’

শিরীন শারমিন বলেন, ‘এ ঘটনায় যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনা হবে। এরইমধ্যে অনেকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে আছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।’

এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা ও নগর আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন।

এ দিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার ৪২ জনের মধ্যে ৩৮ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিষয়ে এখনও শুনানি হয়নি। পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

আরও পড়ুন
জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই পীরগঞ্জে হামলা: তথ্যমন্ত্রী
‘ধর্ম অবমাননা’র পোস্ট দেওয়া পীরগঞ্জের সেই কিশোর গ্রেফতার

 

সারাবাংলা/একে

পীরগঞ্জে আগুন স্পিকার হামলাকারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর