Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৭:০৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:৪৮

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে মোট শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল ১০ জন। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৪৬৯ জন। আগের দিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৩৩৯ জন।

এদিকে, সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারও বেড়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২০ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৫টি।

এ সব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২১ হাজার ৫৫৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এগুলোর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩০৮টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার ৪২টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ১১ হাজার ৮৫২টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৭ লাখ ২৩ হাজার ১৯০টি।

২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ ও শনাক্তের হার

আগের দিন দেশে ৩৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা  হলো ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ যা আগের দিন ছিল ১ দশমিক ৮০ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি

করোনায় সুস্থতার হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ।

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু

আগের দিন করোনা সংক্রমণ নিয়ে সারাদেশে মারা গিয়েছিলেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে ৭ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ২৭ হাজার ৭৮৫ জন। সংক্রমণ বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৯৮ জন, নারী ৯ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০৬ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী। এ ছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী মারা গেছেন দুইজন। ৫১ থেকে ৮০ বছর বয়সী মারা গেছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় তিন বিভাগে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত ৬১ থেকে ৭০ বয়সী রোগী সবচেয়ে বেশি মারা গেছেন। এই বয়সী রোগী মারা গেছেন মোট ৮ হাজার ৬২৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের। যাদের মোট সংখ্যা ৬ হাজার ৫৫৫ জন। সর্বোচ্চ মৃত্যু ৬১ থেকে ৭০ বছর বয়সীদের হার ৩১ দশমিক ৫ শতাংশ।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য

বিভাগভিত্তিক মৃতদের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন দুইজন। এ ছাড়া একজন করে রোগী মারা গেছেন খুলনা ও রংপুর বিভাগে। রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর