Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সশরীরে ক্লাসে ফিরেছেন চবি শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৬:২৮

সশরীরে ক্লাস শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সময় অনলাইন ক্লাস থেকে মুক্ত হয়ে সশরীরে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাটল ট্রেন, বাসযোগে চবির বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা কাঁধে ব্যাগ নিয়ে সশরীরে ক্লাসে অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন। দেড় বছরেরও বেশি সময় পর সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে মাস্ক পরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা বেড়েছে।

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র অজয় ঘোষ বলেন, দীর্ঘ বিরতির পর পুনরায় শ্রেণিকক্ষে ফিরে মনের সকল বিষাদ যেন নিমিষেই মুছে গেল। ঘরের ভিতর ১৮টি মাস অলসতার সঙ্গে বেঁচে থাকাটা কষ্টকর। তারপর এতোদিন পর সশরীরে ক্লাস করা,বন্ধুদের সঙ্গে দেখা করার অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এ যেন দীর্ঘদিন পর স্বচ্ছন্দে নিশ্বাস নেওয়ার মতো।

চবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে অধীর আগ্রহে ছিলাম। আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ দিন পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিল।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর