Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদীতে জেলেদের হামলায় কোস্টগার্ড সদস্য নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৬:০৯

বরিশাল: মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানের ট্রলারে ফের হামলা করেছে জেলেরা। হামলায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পারভেজ নামে কোস্টগার্ডের একজন সদস্য।

সোমবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্টগার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

এর আগে, গত ১২ অক্টোবর রাতে মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে প্রথমবারের মতো হামলার ঘটনা ঘটে। জেলেদের হামলায় হিজলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও ট্রলার মাঝি মো. সোলায়মান আহত হন। পরে কোস্টগার্ডের সদস্যরা গ্রামের ভেতর ঢুকে নারী-পুরুষদের লাঠিপেটা করে বলে গ্রামবাসীর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। চরকিল্লা এলাকায় একদল জেলে ইলিশ শিকার করছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই জেলেরা কোস্টগার্ডের ট্রলারে হামলা করে। এ সময় হামলার শিকার কোস্টগার্ডের তিনজন সদস্য মেঘনা নদীতে পড়ে যায়। এদের মধ্যে দুইজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন কোস্টগার্ড সদস্য নদীতে নিখোঁজ হয়।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু কোস্টগার্ড এ বিষয়ে আমাদের কিছু বলছে না।’

বিজ্ঞাপন

হিলজা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। নিখোঁজ কোস্টগার্ড সদস্যকে উদ্ধারে নদীতে অভিযান চলছে।

সারাবাংলা/একে

কোস্টগার্ড জেলে নদীতে নিখোঁজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর