Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্বাসমূলে’র উদ্যোগে ‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’ কর্মশালা

সারাবাংলা ডেস্ক
১৯ অক্টোবর ২০২১ ১১:৪৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:৪৭

শিল্প সংগঠন ‘শ্বাসমূল’ পরিবেশগত শিল্পানুশীলন উদ্যোগের অংশ হিসেবে ‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’ শিরোনামে ধারাবাহিক স্থাপনা শিল্পের কর্মশালা পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসেবে এবারের আয়োজন ছিল গত ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত, বরগুনা জেলার পাথরঘাটার রূপধন গ্রামে।

এবারের আয়োজনের বিষয়বস্তু ছিল ‘লোকজীবন ভিত্তিক শিল্পানুশীলন’। অংশগ্রহণকারী শিল্পীরা স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে তাদের শিল্পকর্ম তৈার করেছেন এবং আবহমানকাল ধরে চলে আসা বাঙালি নারীদের হাতে তৈরি নানা কারুশিল্প সংগ্রহ ও প্রদর্শনী করেছেন।

বিজ্ঞাপন

৬ দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার শেষ দিন শিল্পীদের তৈরী স্থাপনাসমূহ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের আয়োজনে বরগুনা, খুলনা ও ঢাকা থেকে ১১ জন শিল্পী অংশ নেন।

এবারের আয়োজনের কিউরেটর ছিলেন শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।

উল্লেখ্য, এটি শ্বাসমূলের ২য় আয়োজন।

সারাবাংলা/এমও

কর্মশালা প্রকৃতি পাঠ শ্বাসমূল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর