Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১০:৫৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১২:৪৯

ঢাকা: দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি শুরু হয়।

দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধে নির্দেশনা দেন। যেকোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ শান্তি শোভাযাত্রা সম্প্রীতি সমাবেশ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর