Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১০:৪১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১০:৪৯

ঢাকা: সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। কুমিল্লার ঘটনা বিরোধী দলের কাজ নয়। সরকারের মদদ ছাড়া এ ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। ক্ষমতার লোভে আওয়ামী লীগ যখন যা খুশি তাই করছে। জনগণকে সম্পৃক্ত করে দেশের হিন্দু, বৌদ্ধসহ সবার সহযোগিতায় আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনা ঘটিয়ে সরকার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই সংঘাত সৃষ্টি করেছে। আগামী নির্বাচন সামনে রেখে সরকারের এই পরিকল্পনা। এ ন্যক্কারজনক ঘটনাকে কোনোভাবেই হালকা করে দেখার অবকাশ নেই। দেশে বিভিন্ন সময় বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত কোনো হামলার বিচার হয়নি।’

দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তে সর্বদলীয়, সর্বধর্মীয় এবং সুশীল সমাজকে নিয়ে নাগরিক তদন্ত কমিশন গঠন করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিএনপি কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না। বিএনপি মানুষের শান্তি এবং ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি নেতা গৌতম চক্রবর্তী ও গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সংখ্যালঘু সংখ্যালঘুদের নিরাপত্তা