Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশের উন্নয়নে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২১ ১৮:০২

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সার্বিক পরিবেশের উন্নয়নের সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় সরকার দেশের পরিবেশের উন্নয়নে সফল হবে।

সোমবার (১৮ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপস্থিত প্রকল্প পরিচালকদের উদ্দেশে বনমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ ও পরিবেশের মান উন্নয়নে নেওয়া প্রকল্পের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। কাজের যথাযথ মান বজায় রাখতে হবে। যেকোনো সমস্যা পারস্পরিক আলোচনা করে সমাধান করে উন্নয়ন কাজ চালিয়ে নিয়ে যেতে হবে।’

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব কেয়া খানসহ মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

পরিবেশমন্ত্রী পরিবেশের উন্নয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর