Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ১৬:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২৩:৫৬

ঢাকা: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদরাসা শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদরাসা শিক্ষকদের কাজ করতে হবে। সব ধর্মের লোকদের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের আরও বেশি ভূমিকা রাখতে রাখতে হবে।

রোববার (১৭ অক্টোবর) সকালে অনলাইনে যুক্ত হয়ে মাদরাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রসঙ্গও আলোচনায় নিয়ে আসেন সচিব আমিনুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদরাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না, তাদেরকে সঠিক নেতৃত্বও দিতে হবে।

ভার্চুয়াল এই সভায় দেশের ৩০০টি মাদরাসার শিক্ষকরা যুক্ত ছিলেন। এসময় সচিব আমিনুল ইসলাম মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মাদরাসা শিক্ষকদের অবহিত করেন।

সারাবাংলা/টিএস/টিআর

ধর্মীয় সম্প্রীতি মাদরাসা শিক্ষক মাদরাসা শিক্ষা সচিব আমিনুল ইসলাম খান

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর