Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা বহনের সময় নারী ইউপি সদস্য স্বামীসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ২১:৪৪

জয়পুরহাট: ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা বেগম (৩৬) ও তার স্বামী আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) ভোর রাতে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তানজিলা বেগম বর্তমানে আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য। স্বামী-স্ত্রী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।

ওসি সেলিম মালিক বলেন, ‘তানজিলা বেগম দীর্ঘদিন ধরেই আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ক্ষমতার দাপট দেখিয়ে তার স্বামী আনোয়ার হোসেনকে দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে একডালা এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।’

ওসি আরও জানান, ইউপি সদস্য তানজিলা বেগমের বিরুদ্ধে দু’টি মাদক মামলা এবং তার স্বামীর বিরুদ্ধে দু’টি মাদক ও একটি জুয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ইউপি সদস্য ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর