Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের মহাসড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে এক জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ২১:৩২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: মহাসড়কে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে থাকা এক জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ৭ জন বাসযাত্রী। রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী। তবে ট্রাক্টরে আর অন্য কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ‘ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এবং বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।’

নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

বাস-ট্রাক্টর সংঘর্ষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর